✡️Diploma Final in Cardiology (D-Card) Exam Batch_For January_2023 (Offline/Online)
🔸 আসসালামু আলাইকুম।
🔸 সুপ্রিয় চিকিৎসকবৃন্দ,
👉 আপনি কি জুলাই ২০২২ এর Diploma ফাইনাল (D-Card) পরীক্ষার্থী?
👉 আপনি কি আগে থেকেই Diploma ফাইনাল এর আদলে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে চান?
🔽 আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, জেনেসিস আগামী (১৮/০৯/২২) রবিবার শুরু করতে যাচ্ছে-Diploma Final in Cardiology (D-Card) Exam Batch For January_2023


🛑বি:দ্র: ঢাকার বাইরে যেসব চিকিৎসকবৃন্দ আছেন তাদের সুবিধার জন্য Online-এ, পরীক্ষা ও ক্লাস করার ব্যবস্থা আছে। আপনি ঘরে বসেই লিখিত পরীক্ষা দিয়ে খাতা আমাদের কাছে পাঠাতে পারেন। এজন্য play store থেকে CamScanner app টি Download করুন। এরপর আপনার পরীক্ষার খাতা CamScanner App এর মাধ্যমে ছবি তুলে pdf করে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন। আবার জেনেসিস সেন্টোরে এসে সরাসরি এ্যাক্সাম দিতে পারবেন।
Diploma Final in Cardiology (D-Card) Exam Batch_For January_2023 এ যা থাকছে:
🔸 Written Exam-15
🔸 Last Session Question Solve-3
🔸 OSPE Mock-01
🔸 Written Mock Test-03
🔸 Feedback Classe-19
🔸 Total Sessions-41
✴️Special Care:
🔸 প্রত্যেক পরীক্ষায় সবচেয়ে ভালো নাম্বার প্রাপ্ত "Best Answer" বা উক্ত পরীক্ষার সলভ শিটটিও প্রোভাইড করা হবে।
🔸 Diploma Final in Cardiology (D-Card) Exam Batch_For January_2023 প্রথম পরীক্ষার মাধ্যমে আগামী (১৮/০৯/২২) রবিবার বিকাল-৩ টায় শুরু হবে।
🔸প্রতি রবিবার পরীক্ষা এবং ফিডব্যাক ক্লাস অনুষ্ঠিত হবে ।
🔸 ক্লাস Zoom & Facebook live এর মাধ্যমে হবে।
🔸 অনলাইন_রেজিস্ট্রেশনের_নিয়মাবলী একপলকে দেখে নিনঃ
রেজিস্ট্রেশন ফি : ১১০০০/=
🔸 যেকোনো ব্রাউজার ওপেন করুন (যেমন- গুগল ক্রোম)।
🔸 যারা পূর্বে কখনো GENESIS এ ভর্তি ছিলেন না তারা প্রথমে www.genesispg.info তে গিয়ে[ REGISTER এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। (বিঃদ্রঃ-এখানে দেওয়া বিএমডিসি নাম্বারটি পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। কমপক্ষে ৬ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন ।
🔸 রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার BMDC নাম্বার দিবেন।
🔸 আপনার user ID & Password দিয়ে www.genesispg.info তে লগইন করুন।
🔸 আপনার Profile এর dashboard এ admission form এ ক্লিক করুন। 🔸 Admission form এ গিয়ে: Institute সিলেক্ট করুন BSMMU
🔸 Course সিলেক্ট করুন Diploma Final
🔸 Session সিলেক্ট করুন (July-January)
🔸 Year সিলেক্ট করুন-2022
🔸 Faculty সিলেক্ট করুন Medicine
🔸 Discipline সিলেক্ট করুন Medicine
🔸 Candidate Type সিলেক্ট করুন: আপনি কোন ধরনের ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
🔸 Service Point/Branch সিলেক্ট করুন- Katabon
🔸 Batch সিলেক্ট করুন: D-Card Exam Batch January'2023
🔸 এরপর Submit বাটনে ক্লিক করুন। Admission form টি SUBMIT করার সাথে সাথেই Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। (বিকাশ, রকেট, ক্রেডিট কার্ড... ইত্যাদি যে কোন কিছু দিয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে। পেমেন্ট কমপ্লিট করার পর আপনার এসআইএফ প্রোফাইলের নোটিশ অপশনে দেওয়া ফেসবুক গ্রুপের লিংক অনুযায়ী এই ব্যাচের ফেসবুক গ্রুপে সংযুক্ত হবেন।
🔸 অনলাইন প্রোফাইলের My Schedule এ ক্লিক করলেই রুটিনটি দেখতে পাবেন। উল্লেখিত সময় অনুযায়ী Facebook Group এ এক্সামের প্রশ্ন আপলোড করা থাকবে এবং ক্লাসের জন্য ZOOM Link গ্রুপে আপলোড দেওয়া থাকবে।
🔸 ভর্তি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য বা যারা অনলাইনে ভর্তি হতে প্রবলেম ফেইস করছেন তারা 01404432549 নাম্বারটিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফোন দিবেন। ফোন বিজি পেলে সংশ্লিষ্ট নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ