✅✅ FCPS Mid-Term Surgery Offline/Online Exam Batch For January 2023

✅✅সম্মানিত চিকিৎসকবৃন্দ, জেনেসিসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দ। জেনেসিস সব সময়ই আপনাদের পাশে ছিল।

✅এবারও আপনাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে সুদৃঢ় করার লক্ষ্যে জেনেসিস আগামী (২০/০৯/২২) মঙ্গলবার চালু করতে যাচ্ছে এক্সক্লুসিভ FCPS Mid-Term Surgery Exam ব্যাচ।

 ✅✅FCPS Mid-Term Surgery Offline/Online Exam Batch- এ, যা থাকছে:

👉Topic Based Exam-14
👉 Exam Solve Session-07
👉 Exclusive Review Exam-04
👉 Exclusive Mock Test-02
👉 Previous BCPS Qustion Solve-02
👉 Total Sessions-29

Special Care:
👉প্রত্যেক পরীক্ষায় সলভ শিটটি প্রোভাইড করা হবে।

FCPS Mid-Term Surgery Offline/Online Exam Batch আগামী ২০ সেপ্টেম্বর মঙ্গবার ২০২২ বিকাল ৩ টায় প্রথম পরীক্ষার মাধ্যমে শুরু হবে।

👉 প্রতি সোমবার করে পরীক্ষা ও ফিডব্যাক ক্লাস অনুষ্ঠিত হবে ।

👉 অনলাইন_রেজিস্ট্রেশনের_নিয়মাবলী এক পলকে দেখে নিনঃ

👉 রেজিস্ট্রেশন ফি : 6,০০০/=

👉 জেনেসিস পরিবারে যারা Regular Batch-এর সদস্যদের জন্য রেজিস্ট্রেশন ফি : 5,০০০/=

👉 যেকোনো ব্রাউজার ওপেন করুন (যেমন- গুগল ক্রোম)।
👉 যারা পূর্বে কখনো GENESIS এ ভর্তি ছিলেন না তারা প্রথমে www.genesispg.info তে গিয়ে [REGISTER] এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। (বিঃদ্রঃ-এখানে দেওয়া বিএমডিসি নাম্বারটি পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। কমপক্ষে ৬ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার BMDC নাম্বার দিবেন।
👉 আপনার user ID & Password দিয়ে www.genesispg.info তে লগইন করুন।

👉 আপনার profile এর dashboard এ admission form এ ক্লিক করুন।
👉 Admission form এ গিয়ে:
👉 Institute সিলেক্ট করুন BSMMU
👉 Course সিলেক্ট করুন  FCPS
👉 Session সিলেক্ট করুন (July-January )
👉 Faculty সিলেক্ট করুন Surgery
👉 Discipline সিলেক্ট করুন General Surgery
👉 Candidate Type সিলেক্ট করুন: আপনি কোন ধরনের ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
👉 Service Point/Branch সিলেক্ট করুন Katabon/Online
👉 Batch সিলেক্ট করুন FCPS Mid-Term Surgery Exam Batch January 2023
👉 এরপর Submit বাটনে ক্লিক করুন।

✅Admission form টি SUBMIT করার সাথে সাথেই Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। (বিকাশ, রকেট, ক্রেডিট কার্ড... ইত্যাদি যে কোন কিছু দিয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।

👉 পেমেন্ট কমপ্লিট করার পর আপনার এসআইএফ প্রোফাইলের নোটিশ অপশনে দেওয়া ফেসবুক গ্রুপের লিংক অনুযায়ী এই ব্যাচের ফেসবুক গ্রুপে সংযুক্ত হবেন।

👉 ভর্তি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য বা যারা অনলাইনে ভর্তি হতে প্রবলেম ফেইস করছেন তারা 01404432547 নাম্বারটিতে সকাল ১০টা থেকে রাত ৮ টার মধ্যে ফোন দিবেন। ফোন বিজি পেলে সংশ্লিষ্ট নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন ।

সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন।
ধন্যবাদ, জেনেসিস।