#FCPS_P_2_OBS_GYNAE_OSPE_IOE_MOCK-BATCH_JULY_2023 

✅ আগামী (০৫/০৪/২৩) রোজ বুধবার থেকে OSPE & IOE Mock এক্সাম ব্যাচটি শুরু হচ্ছে। 

🔴 OSPE & IOE Mock এক্সামগুলো (BCPS Style) জেনেসিস পার্ট-২ সেন্টারে অনুষ্ঠিত হবে। 

🔴 ব্যাচটি অনলাইন এবং অফলাইনে অনুষ্ঠিত হবে।

🔴 𝐎𝐒𝐏𝐄 মক টেষ্টে 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐥𝐢𝐧𝐠 & 𝐏𝐫𝐨𝐜𝐞𝐝𝐮𝐫𝐞 স্টেশন থাকবে এবং সরাসরি মেন্টররা ক্রসিং এ থাকবেন। সাথে থাকছে  এক্সক্লুসিভ সলভ ক্লাস। 

🔴 IOE এর উপর একটি থাকছে ফোল মক টেষ্ট যা আপনার 𝐎𝐒𝐏𝐄 & 𝐈𝐎𝐄 উপরে ভাল একটা 𝐏𝐫𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 হবে ইনশআল্রাহ।

🪴 আর এজন্য বেস্ট অপশন জেনেসিসের পার্ট-২ Gynae OSPE & IOE Mock এক্সাম ব্যাচ

 

✅ FCPS P-II_Obs_Gynae_OSPE_IOE_ Mock_Batch এ যা থাকছে:

👉 Total OSPE Exam - 05 (With Counselling & procedure) 

👉  IOE Exam- 01 (Full Syllabus)

👉  Exclusive Solve Class-06

👉 পরিক্ষা শুরু আগামী  ০৫ এপ্রিল দুপুর ২.৩০ মিনিটে।

📲📲📲📲📲📲📲📲📲📲 অনলাইন_রেজিস্ট্রেশনের_নিয়মাবলী এক পলকে দেখে নিনঃ

👉 রেজিস্ট্রেশন ফি : ৩,০০০/-

👉যেকোনো ব্রাউজার ওপেন করুন (যেমন- গুগল ক্রোম)।

👉যারা পূর্বে কখনো GENESIS এ ভর্তি ছিলেন না তারা প্রথমে www.genesispg.info তে গিয়ে[ REGISTER এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। (বিঃদ্রঃ-এখানে দেওয়া বিএমডিসি নাম্বারটি পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। কমপক্ষে ৬ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার BMDC নাম্বার দিবেন।

👉আপনার user ID & Password দিয়ে www.genesispg.info তে লগইন  করুন।

👉আপনার Profile এর Dashboard এ Admission form এ ক্লিক করুন।

💐Admission form এ গিয়ে:

👉 Institute সিলেক্ট করুন BCPS

👉Course সিলেক্ট করুন FCPS P-2

👉 Session সিলেক্ট করুন January (Jan-July)

👉 Discipline সিলেক্ট করুন Obs & Gynae

👉 Service Point/Branch সিলেক্ট করুন Online

👉 Batch সিলেক্ট করুন  P-2 Obs & Gynae OSPE & IOE Mock Batch July'2023

👉 এরপর Submit বাটনে ক্লিক করুন।

✅ Admission form টি SUBMIT করার সাথে সাথেই Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। (বিকাশ, রকেট, ক্রেডিট কার্ড... ইত্যাদি যে কোন কিছু দিয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।

📣ভর্তি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য বা যারা অনলাইনে ভর্তি হতে প্রবলেম ফেইস করছেন তারা 01404432528 এবং 01404432522 নাম্বার দুটোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফোন দিবেন। ফোন বিজি পেলে সংশ্লিষ্ট নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন ।

সবাই ভালো থাকুন

সুস্থ থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ