FCPS Mid-Term Medicine Online/Offline Recovery Batch For July-24

?? সম্মানিত চিকিৎসকবৃন্দ, জেনেসিসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন। জেনেসিস সব সময়ই আপনাদের পাশে ছিল।

 ??এবারও আপনার Mid-Term পরীক্ষার প্রস্তুতিকে সুদৃঢ় করার লক্ষ্যে জেনেসিস আগামী (২৮/০২/২৪) বুধবার Orientation ক্লাসের মাধ্যমে শুরু করতে যাচ্ছে এক্সক্লুসিভ FCPS Mid-Term Medicine Recovery ব্যাচ।

? FCPS Mid-Term Medicine Offline/Online Recovery Batch- এ, যা থাকছে:
? Pre assessment Exam-14
? Revision Lectures- 14
?  Post Assessment Exam- 14
? OSPE-06
? Model Test-04

? Special Mock Test-02
? Total Sessions-54

Special Care:
?প্রত্যেক পরীক্ষায় সলভ শিট প্রোভাইড করা হবে।

? প্রতি সোমবার এবং বৃহস্পতিবার করে সিডিউল থাকবে ।

?অনলাইন_রেজিস্ট্রেশনের_নিয়মাবলী এক পলকে দেখে নিনঃ

? রেজিস্ট্রেশন ফি : ১২,০০০/=

? জেনেসিস পরিবারে যারা সদস্য তাদের জন্য থাকছে : ১,০০০/= টাকা ছাড়।

? যেকোনো ব্রাউজার ওপেন করুন (যেমন- গুগল ক্রোম)।
? যারা পূর্বে কখনো GENESIS এ ভর্তি ছিলেন না তারা প্রথমে www.genesispg.info তে গিয়ে [REGISTER] এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। (বিঃদ্রঃ-এখানে দেওয়া বিএমডিসি নাম্বারটি পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। কমপক্ষে ৬ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার BMDC নাম্বার দিবেন।
? আপনার user ID & Password দিয়ে

www.genesispg.info তে লগইন করুন।
? আপনার profile এর dashboard এ admission form এ ক্লিক করুন।
? Admission form এ গিয়ে:
? Institute সিলেক্ট করুন BCPS
? Course সিলেক্ট করুন  FCPS Midterm
? Session সিলেক্ট করুন (Jan-Jul)
? Discipline সিলেক্ট করুন Medicine
?Service Point/Branch সিলেক্ট করুন Online
? Batch সিলেক্ট করুন FCPS Mid-Term Medicine Recovery Batch July;24
? এরপর Submit বাটনে ক্লিক করুন।

✅Admission form টি SUBMIT করার সাথে সাথেই Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। (বিকাশ, রকেট, ক্রেডিট কার্ড... ইত্যাদি যে কোন কিছু দিয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।

? পেমেন্ট কমপ্লিট করার পর আপনার এসআইএফ প্রোফাইলের নোটিশ অপশনে দেওয়া ফেসবুক গ্রুপের লিংক অনুযায়ী এই ব্যাচের ফেসবুক গ্রুপে সংযুক্ত হবেন।

?ভর্তি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য বা যারা অনলাইনে ভর্তি হতে প্রবলেম ফেইস করছেন তারা 01404432522 অথবা 01404432547 নাম্বারটিতে সকাল ১১টা থেকে রাত ৭ টার মধ্যে ফোন দিবেন। ফোন বিজি পেলে সংশ্লিষ্ট নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন ।

সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন।
ধন্যবাদ, জেনেসিস।