#MCPS_Paediatrics_Online_Exam_Batch_For_July_2024

📣📣 স্বপ্নের মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন-শুরু এবং শেষ পযর্ন্ত জেনেসিস আপনাদের সাথে আছে।

👉 একজন বিশেষজ্ঞ মেডিকেল চিকিৎসক হিসাবে আপনাকে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে জেনেসিস আপনার অতি আপনজন। জেনেসিসের অন্যান্য আয়োজনে এবার যুক্ত হয়েছে MCPS Paediatrics কোর্সটি।

👉 দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য প্রয়োজন Post Graduation, যা চিকিৎসক হিসেবে আমাদের চিরন্তন স্বপ্ন। আপনার এই স্বপ্নপূরণের প্রস্তুতির জন্য GENESIS রয়েছে আপনার পাশে।

✅ MCPS_Paediatrics_Online_Exam_ Batch এ যা থাকছে:

👉 Class Tests Based on Textbook-10

👉 Model Tests -04 

👉 Final Mock Test-02

👉 Last Year Question Solve -02

👉 Feedback Classes-16

👉 Total Session-34

✅ Special Care:

🎉 পরীক্ষার খাতা কুরিয়ার করে সরাসরি অফিস ঠিকানায় পাঠাতে পারবেন অথবা ছবি তুলে পি.ডি.এফ করে ইমেইলে পাঠাতে পারবেন।এ উত্তরপত্রগুলো সংশ্লিষ্ট মেন্টর এর মাধ্যমে মার্ক করে পুনরায় আপনাকে পাঠানো হবে।

🎉 প্রত্যেক পরীক্ষায় সবচেয়ে ভালো নাম্বার প্রাপ্ত "Best Answer" বা উক্ত পরীক্ষার সলভ শিটটিও প্রোভাইড করা হবে।

👉 এক্সাম শুরু হবে আগামী ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায়।

👉 প্রতি মঙ্গলবার পরিক্ষা এবং সোমবার ফিডব্যাক ক্লাস থাকবে।

🌐🌐 ক্লাস Zoom & Facebook live এর মাধ্যমে হবে।

📲📲📲অনলাইন_রেজিস্ট্রেশনের_নিয়মাবলী এক পলকে দেখে নিনঃ

👉 রেজিস্ট্রেশন ফি : ৮,০০০/-

(জেনেসিস পরিবারের পূর্ববর্তী সদস্যগণের জন্য রয়েছে ২০০০ টাকা অনার)

👉যেকোনো ব্রাউজার ওপেন করুন (যেমন- গুগল ক্রোম)।

👉যারা পূর্বে কখনো GENESIS এ ভর্তি ছিলেন না তারা প্রথমে www.genesispg.info তে গিয়ে[ REGISTER এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। (বিঃদ্রঃ-এখানে দেওয়া বিএমডিসি নাম্বারটি পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। কমপক্ষে ৬ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার BMDC নাম্বার দিবেন।

👉আপনার user ID & Password দিয়ে www.genesispg.info তে লগইন করুন।

👉আপনার Profile এর Dashboard এ Admission form এ ক্লিক করুন।

💐Admission form এ গিয়ে:

👉 Institute সিলেক্ট করুন BCPS

👉Course সিলেক্ট করুন  MCPS

👉 Session সিলেক্ট করুন  January (Jan-July)

👉 Discipline সিলেক্ট করুন Paediatrics

👉 Service Point/Branch সিলেক্ট করুন Online

👉 Batch সিলেক্ট করুন  MCPS Paediatrics Online Exam Batch July'24

👉  Do you want your marked answer script by courier?: বেস্ট অ্যানসার এবং প্রত্যেক পরীক্ষার মার্কড এনসার স্ক্রিপ্টগুলো কুরিয়ারে নিতে চাইলে #Yes এবং জেনেসিস অফিস থেকে সরাসরি নিতে চাইলে #No সিলেক্ট করুন।(সকল ম্যাটেরিয়ালের কুরিয়ার ফি হিসেবে বাড়তি ৮২০ টাকা প্রযোজ্য হবে।)

👉 এরপর Submit বাটনে ক্লিক করুন।

✅ Admission form টি SUBMIT করার সাথে সাথেই Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। (বিকাশ, রকেট, ক্রেডিট কার্ড... ইত্যাদি যে কোন কিছু দিয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।

👉 পেমেন্ট কমপ্লিট করার পর আপনার এসআইএফ প্রোফাইলের নোটিশ অপশনে দেওয়া ফেসবুক গ্রুপের লিংক অনুযায়ী এই ব্যাচের ফেসবুক গ্রুপে সংযুক্ত হবেন। (ড্যাসবোর্ডের মাই কোর্স অপশনে ক্লিক করলে ব্যাচের রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন)

👉 অনলাইন প্রোফাইলের My Schedule এ ক্লিক করলেই রুটিনটি দেখতে পাবেন। উল্লেখিত সময় অনুযায়ী Facebook Group এ এক্সামের প্রশ্ন আপলোড করা থাকবে এবং ক্লাসের জন্য ZOOM Link গ্রুপে আপলোড দেওয়া থাকবে। 

📣ভর্তি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য বা যারা অনলাইনে ভর্তি হতে প্রবলেম ফেইস করছেন তারা 01404432528 এবং 01404432522 নাম্বার দুটোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফোন দিবেন। ফোন বিজি পেলে সংশ্লিষ্ট নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন ।

সবাই ভালো থাকুন

সুস্থ থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ