#RECENT_UPDATE_HIGH_YIELD_TOPICS_DISCUSSION_BATCH

❤❤পোস্ট গ্রেজুয়েশন স্বপ্ন পূরণের পথে জেনেসিস আজ এক অবিচ্ছিন্ন অংশের নাম।

❤❤ পরীক্ষা প্রায় সন্নিকটে। পড়া হয়েছে অনেক কিছুই ।এত কিছু পড়ার মাঝেও, মনে হয় পড়াটা যেন অসম্পূর্ণ রয়ে গিয়েছে।

🔴 বিগত ছয় মাসে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার, ওয়েবিনার, অরিয়েন্টেশন ক্লাসগুলোর মধ্যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ন এবং BCPS Final Written এক্সামে আশার মত High Yield Topics উপর একটি বিশেষ ধারণা পাওয়া। সেগুলো কিভাবে পরীক্ষার হলে খুব শর্ট টাইমে সুন্দর একটি উত্তর লিখিত আকারে উপস্থাপন করা যায় ।

🪴 আর এজন্য বেস্ট অপশন জেনেসিসের High Yield Topics Discussion Batch (Recent Update) July'24

✅ সর্বমোট ১০ টা সেশন থাকছে এই ব্যাচে এবং এই সেশনগুলো হতে পারে আপনার প্রিপারেশনের টার্নিং পয়েন্ট ।

✔️ আগামি ২০/০৫/২৪ (সোমবার) রাত ৯ টায় ১ম সেশন অনুষ্ঠিত হবে।

# এই ব্যাচে যা থাকছে।

👉 ১০ টি শেসন যা Previous 6 months seminar, webinar, Orientation  & Important Topics classes...গুলো উপরে। 

👉 আরো থাকছে High Yield Topics Discussion for Final Exam July'24

👉 ক্লাসগুলো অনলাইনে জুম এবং ফেসবুকে অনুষ্ঠিত হবে 

👉 1st Lecture Topics: Shock in Obstratics, Critical Care Management, PPH Management Bundle Approach then & now (Previous 5 Months Seminar, Webinar & Orientation Classes)

📲📲📲📲📲📲📲📲📲📲 অনলাইন_রেজিস্ট্রেশনের_নিয়মাবলী এক পলকে দেখে নিনঃ

👉রেজিস্ট্রেশন ফি : ১৫০০/-

(জেনেসিস পরিবারের পূর্ববর্তী সদস্যগণের জন্য রয়েছে ৫০০/- টাকা অনার।)

👉যেকোনো ব্রাউজার ওপেন করুন (যেমন- গুগল ক্রোম)।

👉যারা পূর্বে কখনো GENESIS এ ভর্তি ছিলেন না তারা প্রথমে www.genesispg.info তে গিয়ে REGISTER এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। (বিঃদ্রঃ-এখানে দেওয়া বিএমডিসি নাম্বারটি পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। কমপক্ষে ৬ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার BMDC নাম্বার দিবেন। আপনার user ID & Password দিয়ে www.genesispg.info তে লগইন করুন।

👉আপনার Profile এর Dashboard এ Admission form এ ক্লিক করুন।

💐Admission form এ গিয়ে:

👉 Institute সিলেক্ট করুন BCPS

👉Course সিলেক্ট করুন FCPS P-2

👉 Session সিলেক্ট করুন January (Jan-Jul)

👉 Discipline সিলেক্ট করুন Obstetric & Gynecology

👉 Service Point/Branch সিলেক্ট করুন online

👉 Batch সিলেক্ট করুন P-2 Obs & Gynae High Yield Topics Discussion Batch July'24

👉 এরপর Submit বাটনে ক্লিক করুন।

✅ Admission form টি SUBMIT করার সাথে সাথেই Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। (বিকাশ, রকেট, ক্রেডিট কার্ড... ইত্যাদি যে কোন কিছু দিয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।

👉 পেমেন্ট কমপ্লিট করার পর আপনার এসআইএফ প্রোফাইলের নোটিশ অপশনে দেওয়া ফেসবুক গ্রুপের লিংক অনুযায়ী এই ব্যাচের ফেসবুক গ্রুপে সংযুক্ত হবেন।

👉 অনলাইন প্রোফাইলের My Schedule এ ক্লিক করলেই রুটিনটি দেখতে পাবেন। উল্লেখিত সময় অনুযায়ী সরাসরি প্রশ্ন সরবরাহ এবং Facebook Group এ এক্সামের প্রশ্ন আপলোড করা থাকবে এবং ক্লাসের জন্য ZOOM Link গ্রুপে আপলোড দেওয়া থাকবে।

📣ভর্তি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য বা যারা অনলাইনে ভর্তি হতে প্রবলেম ফেইস করছেন তারা 01404-432522 এবং 01404-432528 নাম্বার দুইটিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফোন দিবেন। ফোন বিজি পেলে সংশ্লিষ্ট নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন ।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

ধন্যবাদ, জেনেসিস।